মনোয়ারুল ইসলাম মিন্টু: দিনাজপুরের পার্বতীপুরে স্বপ্নবাজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী কুতুবপুর মাদ্রসা সংলগ্ন মাঠে এ খেলা উদ্ধোধন করেন প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা আওয়ামলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো: হাফিজুল ইসলাম প্রামাণিক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমেনিন, মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান প্রামানিক, সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসাব্বের হোসেন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল হক চৌধুরী প্রমুখ। আজকের খেলায় চিরিরবন্দর একাডেমী ২-০ গোলে ফুলবাড়ী একাডেমীকে পরাজিত করে। আয়োজকরা জানিয়েছেন জেলার ৮টি দল এ খেলায় অংশ নেয়।