মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী কোটায় প্রতি উপজেলায় ১১৪ সহকারী শিক্ষক পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতিবন্ধী কোটায় কেন তাদেরকে নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।
এর আগে ১১৪ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে বিনা পারিশ্রমিকে মামলাটি পরিচালনা করছেন।
রিটে প্রতিবন্ধী কোটা থেকে ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগ না দেওয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়।