মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সদ্য মুক্তি পাওয়া আলোচিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমায় চিত্রনায়িকা ববির সঙ্গে নেচে নেচে উন্মাদনা তৈরি করেছেন তরুণ অভিনেতা প্রনীল সামশাদ জাদিদ। সিনেমার খল অভিনেতা ‘সুলতান’ চরিত্রের জন্য প্রশংসাও পেয়েছেন প্রতিষ্ঠিত খল অভিনেতা মিশা সওদাগরের কাছে।
ক্যারিয়ারের শুরুটা টেলিভিশন নাটক দিয়ে হলেও বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন নিয়মিত। প্রনীল সম্প্রতি মডেল হয়েছেন নগদ ইসলামিক ও ডানোর দুটি বিজ্ঞাপনচিত্রে। যেগুলো নিয়মিত বিভিন্ন টেলিভিশনে প্রচার হচ্ছে। তবে ছোট পর্দার গন্ডি পেরিয়ে এবার মনে প্রাণে সিনেমায় তার অভিনয় কারিশমা দেখাতে প্রস্তুত। এ বিষয়ে প্রনীল সামশাদ জাদিদ বলেন, ‘ব্ল্যাক ওয়ার সিনেমায় ভিলেন হয়ে দারুণ সাড়া পাচ্ছি সবার কাছে। মিশা ভাই আমাকে ব্যক্তিগতভাবে প্রশংসা করেছেন, সাধুবাদ জানিয়েছেন। সাধারণ দর্শকদের কাছেও ভালো সাড়া পাচ্ছি। এজন্য সিনেমার কাজ নিয়ে স্বপ্ন দেখছি। ইতোমধ্যেই নতুন আরও একটি সিনেমায় কাজের কথা চুড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে কাজটি করবো।
আমি খল অভিনেতা হিসেবেই কাজ করতে চাই। কারণ খল অভিনেতার অভিনয়ের অনেক সুযোগ থাকে। নিজের দক্ষতা ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। আমার বিশ্বাস ভিলেন হয়ে নতুনভাবে নিজেকে মেলে ধরতে পারবো। এজন্য সবার কাছে সহযোগিতা ও দোয়া চাই।’