উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পূবালী ব্যাংক ৪৯৮ তম শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ব্যাংকের হলরুমে শাখা ব্যবস্থাপক শাহ্ আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ সাজিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। বক্তব্য রাখেন, রংপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, রংপুর আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রবিউল ইসলাম, দিনাজপুর শাখা ব্যবস্থাপক বদরুল ইসলাম, ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার নওয়াব আলী, সাবেক এসপিও আফজাল হোসেন, প্রফেসর হোসনে আরা বেগম, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শাহিনুর আলমগীর, উত্তর দড়িকিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক এরশাদুন্নবী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মফিজুল হক প্রমূখ।