পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করণের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে যুদ্ধকালীন বীরত্বগাঁথা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকার) উদ্যোগে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরদেরকে নিয়ে গতকাল বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলা পরিষদ মিলতায়নে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) উপ-সচিব ড. মো. নুরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন, পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক প্রধান প্রমুখ। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার মোঃ আলাউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা বোরজাহান আলী ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ। পরে অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved