কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে সচেতনতা মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এবারের প্রতি পাদ্য বিষয় ছিল, ‘হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’। দিবসটি উপলে বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদণি শেষে সিভিল সার্জন হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর এ মুর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, নাটাবের সাধারণ সম্পাদক অধ্য রাশেদুজ্জামান বাবু, ডাঃ আল-আমিন, ডাঃ মোঃ জোবায়ের হোসেন, নার্সিং ইনস্টিটিউটের কামরুন নাহার, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ হান্নান, মনিটরিং অফিসার শাহ জালাল প্রমুখ।
এ সময় বক্তারা জানান, ২০২২ সালে কুড়িগ্রাম জেলায় যক্ষ্মা রোগীর সংখ্যা ৪ হাজার ৩৮ জন এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৫ জনের। জেলায় যক্ষ্মা নির্মূল করতে স্বাস্থ্য বিভাগ ছাড়াও আরডিআরএসসহ বিভিন্ন এনজিও কাজ করে যাচ্ছে। এছাড়া দেশের টেকশই উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে যক্ষ্মা নির্মূল করতে সরকারের লক্ষ্যমাত্র অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved