মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় এককালীন ৫ হাজার টাকা করে অনুদান বিতরন করা হয়েছে।
বৃহষ্পতিবার (২০ জুলাই) দুপুরে সদর উপজেলার প্রেম নগর চা বাগানে এ নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় মৌলভীবাজার এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফউদ্দিন।
সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এ অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং গিয়াস নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মোশারফ হোসেন টিটু। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার সুমন দেব নাথ।
অনুষ্ঠানে প্রেম নগর চা বাগানের ৩শত ৯৫ জন ও মৌলভী চা বাগানের ৫শত ৬৩ জনকে এক কালীন ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় এবং পরবর্তীতে হামিদিয়া চা বাগানের ১ শত ৭২ জনকে অনুদান দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved