মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন এই অলরাউন্ডার। তার দল মন্ট্রিয়ল টাইগার্সও পায় দাপুটে এক জয়। মিসিসাউগা প্যানথার্সকে ৭ উইকেটে হারায় তারা।টস জিতে আগে প্যানথার্সকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার্স। ব্র্যাম্পটন স্টেডিয়ামে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান করে প্যানথার্স। যেখানে সাকিবের অর্জন ২৮ রান দিয়ে এক উইকেট। এলবিডব্লিউর ফাঁদে ফেলে শিকার করেন পাকিস্তানি ব্যাটার আজম খানকে।
জবাব দিতে নেমে ২৫ বল হাতে রেখেই লক্ষ্য তাড়া করে ফেলে টাইগার্স। ৪৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ক্রিস লিন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে সাকিবের ব্যাট থেকে। ২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৬ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে লিনের সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ ৬০ রানের জুটি।এর আগে প্রথম ম্যাচে ব্যাট হাতে ২৬ রান ও বোলিংয়ে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। এদিকে গতকাল খেলা ছিল লিটন দাসের দলেরও। কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেই ম্যাচ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved