কালাপাড়া প্রতিনিধি ।।
পটুয়াখালীর কলাপাড়ার নারী ও শিশু পাচার মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ওয়ার্ল্ড কনসর্ণ ইপজিয়া (EPJIA) প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব প্রকাশ চন্দ্র রায়, ইউপি সদস্য হামিদুল ইসলাম, পুরোহিত মিহির চক্রবর্তী, শিক্ষক সুকুমার চন্দ্র ভৌমিক, সাংবাদিক উত্তম কুমার হাওলাদার, মিলন কর্মকার রাজু প্রমুখ।
প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা নারী ও শিশু পাচার বন্ধে এলাকাভিত্তিক সচেতনতা বৃদ্ধিতে গ্রুপ ভিত্তিক আলোচনার মাধ্যমে সমস্যা তুলে ধরেন। একই সাথে মানব পাচার বিরোধী আইনের বিশেষ দিকসমূহ উপস্থাপনসহ হট লাইন নাম্বারে (১০৯ ও ৯৯৯) দ্রুত এই বিষয়টি জানিয়ে মানব পাচার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি উপস্থাপন করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved