সোহেল সানী। দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা পৌরবাসীর উদ্দেশ্যে রমজানের পবিত্রতা রক্ষা ও বিধিবিধান মেনে চলার জন্য আজ বৃহস্পতিবার বিকেলে সচেতনতামূলক মাইকিং করা হয়। একই সাথে পবিত্র রমজানের শুভেচ্ছা জানানো হয় পৌরবাসীকে। পার্বতীপুর পৌর মেয়র মো আমজাদ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয় দিনের বেলায় হোটেল-রেস্তোরায় পানাহার বন্ধ রাখা, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রয় না করা এবং রাস্তার পাশে খোলা আকাশের নীচে ইফতার সামগ্রী বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়। রমজানের পবিত্রতা রক্ষায় শহরের রাস্তাঘাট পরিষ্কার ও পরিচ্ছন্নতা রাখা। রমজান মাস উপলক্ষে কোন ব্যবসায়ী যাতে নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য পৌরসভার পক্ষ থেকে বাজার মনিটরিং এর ব্যবস্থা করা। পৌর এলাকার নাগরিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে রাস্তাঘাট সংস্কার, পর্যাপ্ত সড়কবাতি, বিদ্যুৎ এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন পার্বতীপুর পৌর মেয়র মো: আমজাদ হোসেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved