মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনদিনের সফরে কক্সবাজার আসছেন। আগামী ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি কক্সবাজার ও বান্দরবান জেলা সফর করবেন। এ সময় তার পরিবারের সদস্যরা সফর সঙ্গী হিসেবে থাকবেন।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের বিভিন্ন স্থানে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। রাষ্ট্রপতিকে বরণে চলছে প্রস্তুতি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৩০ জুলাই থেকে ১ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুউদ্দিন ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন।
জানা গেছে, এবারের সফরে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা সফর সঙ্গী হিসেবে থাকবেন। এ সময় সাগরতীরের একটি হোটেলে অবস্থান করবেন রাষ্ট্রপতি এবং রামুর বৌদ্ধ বিহার, মেরিন ড্রাইভ, টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাব উদ্দিন নিজ জেলা পাবনার পর কক্সবাজার প্রথম কোনো জেলা যেখানে রাত্রিযাপন করবেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved