মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : করোনার পর এই প্রথম কোনো বিদেশি অতিথির সঙ্গে দেখা করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার সরকারি মিডিয়া জানিয়েছে, প্রতিরক্ষা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। গুরুত্ব পেয়েছে, দুই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়টি। সরকারি সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত ও চিরাচরিত সম্পর্ককে বাড়িয়ে নিয়ে যেতে এই দুই নেতার বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং সুন নামের সঙ্গেও আলাদা করে বৈঠক করেছেন। গত তিন বছরের মধ্যে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীই প্রথম বিদেশি নেতা, যিনি উত্তর কোরিয়া এলেন। কোরিয়া যুদ্ধের ৭০ তম বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি উত্তর কোরিয়া এসেছেন। চীনের একটি প্রতিনিধিদলও একই কারণে এসেছে। বৃহস্পতিবার যুদ্ধের ৭০তম বার্ষিকীতে বিশাল প্যারেডের আয়োজন করা হয়েছে। অতীতে এই ধরনের প্যারেডে উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তির কতটা তা বুঝিয়ে দিয়েছে। তাদের হাতে সর্বশেষ কী কী অস্ত্র এসেছে, তাও দেখানো হয়েছে। এবারেও প্যারেডে সেরকম চমক থাকতে পারে। আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়া এবং চীনই উত্তর কোরিয়ার পাশে আছে। উত্তর কোরিয়াও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেছে। জাতিসংঘে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির চেষ্টা রাশিয়া ও চীনের বাধায় সফল হতে পারেনি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved