শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে পদ্ধতিতে ব্লক প্রদর্শনীর মাধ্যমে রোপাআমন ধানের চাষাবাদ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপাআমন ধানের ব্লক প্রমর্শনী ও সমলয় পদ্ধতিতে চাষাবাদের উদ্বোধন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সন্ধীপ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়রম্যান ভানুলাল রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার জেলার উপপরিচালক সামছুদ্দিন আহমদ, সহকারী উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতলিব, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শমশের খান, যুগ্ম সম্পাদক মো আকরাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved