প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২৩, ৫:১৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে বিশেষ অভিযানে পলিথিন জব্দ,জরিমানা
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পরিবেশের জন্য ক্ষতিকর ১৮ কেজি পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন। এসময় জরিমানার পাশাপাশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে পলিথিন ব্যবহার না করার জন্য সর্তক করে হয়েছে। মঙ্গলবার( ১ আগষ্ট) দুপুরে জেলা সদরের কাঁঠালবাড়ি বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে রনজিৎ ষ্টোর নামের এক দোকানে অভিযান চালিয়ে মোট ১৮ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও সতর্কতামূলক ৫০০ টাকা জরিমানা করে বাজারের বাকিসব দোকানগুলোতে পলিথিন ব্যবহার বন্ধে মজুত,ক্রয়-বিক্রয় সম্পর্কে সর্তক করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রাসেদুল হাসান এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন,'নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বন্ধে আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পর্যাক্রমে জেলা প্রশাসনের নির্দেশে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।'
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved