মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
বগুড়ার ধুনট উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কৃষক ঘরের তীরের সাথে গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বিয়ে না করানোয় মা-বাবার ওপর অভিমান করে তিনি আত্মহনন করেন বলে জানা গেছে। মেরাজুল ইসলাম (২১) ইসলাম উপজেলার মথুরাপুর গ্রামের রজব আলীর ছেলে। বুধবার দুপুরের দিকে ধুনট থানা থেকে নিহত মেরাজুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মথুরাপুর গ্রামে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেরাজুল ইসলাম জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী। বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতেন। পারিবারিকভাবে প্রায় এক বছর আগে পাশের গ্রামের এক ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করেন মেরাজুল। কিন্ত স্বামী পছন্দ না হওয়ায় বিয়ের দেড় মাস পর সংসার না করার ঘোষণা দিয়ে বাবার বাড়িতে চলে যান নববধূ। অনেক চেষ্টা করেও নববধূকে আর স্বামীর বাড়িতে ফেরানো সম্ভব হয়নি। এ অবস্থায় মা-বাবার কাছে ফের বিয়ের বায়না ধরেন মেরাজুল। পরিবারের পক্ষ থেকে বিয়ের চেষ্টাও করা হয়। কিন্তু বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় মেরাজুলের সাথে কেউ মেয়েকে বিয়ে দিতে রাজী হননি। এতে মেরাজুলের হৃদয়ে অভিমানের সৃষ্টি হয়। একপর্যায়ে মঙ্গলবার রাত ৮টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে মেরাজুল ইসলাম শয়নকক্ষের ভেতর তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বুদ্ধিপ্রতিবন্ধী মেরাজুলের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মেরাজুলের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved