প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৩, ৬:৪১ অপরাহ্ণ
সবুজ কুড়িগ্রাম গড়ার প্রত্যয়ে জেলা পুলিশের ৩০ হাজার বৃক্ষরোপণ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘সবুজ করি কুড়িগ্রাম’ এই শ্লোগান নিয়ে সবুজময় এক প্রকৃতি গড়ার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যালয়, সড়কসহ বিভিন্ন এলাকায় বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করা হচ্ছে। বৃহস্পতিবার ৩ আগস্ট পর্যন্ত প্রায় ৩০হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। লক্ষ্য ৫০ হাজার বৃক্ষরোপণ করে মাইলফলক সৃষ্টি করা।
বৃহষ্পতিবার সকালে পুলিশের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলার ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে দুই শতাধিক চারা বিতরণ করা হয়। ক্যাম্পাসে লাগানো হয় অর্ধশত চারা।
পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, ট্রাফিক ইন্সপেক্টর বানিউল আনাম, কলেজের অধ্যক্ষ আবেদ আলী, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, সহকারী অধ্যাপক সাদেকুল হকসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এরপর দুুপুরে নাগেশ্বরীর উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্বুদ্ধ করে ৫ শতাধিক চারা রোপণ করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে,পরিবেশের বিপর্যয় রোধ করার পাশাপাশি শিশু-কিশোর-যুবকদের প্রকৃতি প্রেমী করে গড়ে তোলার জন্য সবুজ কুড়িগ্রাম গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। পুলিশের সদস্য ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সমাজকর্মী, স্বেচ্ছাসেবক,ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ ও সংগঠন স্বত:স্ফর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেয়ায় জেলা জুড়ে ব্যাপক সাড়া পড়েছে। পুলিশ সুপার নিজেই এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রতিদিন একাধিক স্পটে।
পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, উষ্ণ প্রকৃতি ক্রমশই মানুষের জন্য বিপর্যয় ডেকে আনছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি নেয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীদের আরো বেশি করে সৃজনশীল কাজে যুক্ত করতে পারলে তারা মাদক, অনলাইন জুয়াসহ নানা অসামাজিক কাজ থেকে বিরত থাকবে। পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের জন্য কাজ করতে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সাড়াও পাওয়া যাচ্ছে ব্যাপক।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved