মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আমদানি কমের অজুহাতে একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পাইকাড়িতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৬টাকা। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৭ থেকে ৩২টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৩ থেকে ৩৫টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ আমদানিকারকরা জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রন ও সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে প্রচুর পরিমানে পেঁয়াজ আমদানি করছিলেন আমদানিকারকরা। কিন্তু দেশের বাজারে পণ্যটির চাহিদা না থাকা এবং অতিরিক্ত গরম ও বৃষ্টির কারনে পেঁয়াজের মান খারাপ হওয়ায় কম দামে বিক্রি করে লোকশানে পড়েছিলেন আমদানিকারকরা।KSRM এছাড়া ভারতের নাসিক অঞ্চলে বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সেখানেই দাম কিছুটা বাড়তি। সে কারণে পেঁয়াজের আমদানি খানিকটা কমিয়ে দেয়ায় পণ্যটির দাম কিছুটা বাড়তি ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved