মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শ্রীলঙ্কায় চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর লঙ্কান প্রিমিয়ার লিগ। টি-টোয়েন্টি ক্রিকেটের এ টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে খেলছেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় এবং শরিফুল ইসলাম। আর দুর্দান্ত পারফরম্যান্সে ইতিমধ্যেই দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন ব্যাটার হৃদয়। এবারের আসরে এখনো সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি আছেন শীর্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের পর থেকেই নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনায় ছিলেন হৃদয়। বিদেশী লিগেও চলছে তাঁর ধারাবাহিক ভালো খেলা। লঙ্কান প্রিমিয়ার লিগে তিনি খেলছেন জাফনা কিংসের হয়ে যেখানে দলের প্রথম ম্যাচ থেকেই মেলে ধরেছেন নিজেকে। টাইগার ব্যাটারের দুর্দান্ত ফর্মে জয়ের ধারায় আছে তাঁর দল। লঙ্কান লিগটিতে নিজের প্রথম আসরের প্রথম ম্যাচ থেকেই বাজিমাত করে চলেছেন হৃদয়। জাফনার হয়ে প্রথম ম্যাচেই দলে ছিলেন তিনি। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে সে ম্যাচে দলের অন্য ব্যাটাররা বড় সংগ্রহ গড়তে না পারলেও তিনি খেলেন ঝড়ো ইনিংস। হৃদয়ের ৩৯ বলে ৫৪ রানের সুবাদেই ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের সংগ্রহ গড়তে পেরেছিল জাফনা। পরে সে ম্যাচে জয়ী হয় দলটি। এরপর দলের হয়ে দ্বিতীয় ম্যাচেও বড় সংগ্রহের পথেই ছিলেন হৃদয়। খেলেছিলেন দলের হয় দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রানের ইনিংস। ডাম্বুলা অরার বিপক্ষে সে ম্যাচে অবশ্য হেরে যায় জাফনা। তবে নিজের দলের সঙ্গে ঘুরে দাড়াতে সময় নেননি এই টাইগার ব্যাটারও। গতকাল সাকিব আল হাসানের দল গল টাইটান্সের বিপক্ষে হৃদয় খেলেছেন ঝড়ো ইনিংস। ২৩ বলে ২ চার এবং ৪ ছয়ে তিনি অপরাজিত ছিলেন ৪৪ রানে। ১৩ তম ওভারে টানা দুইটি ছয় মেরে দলকে জয় এনে দেন হৃদয়। ফলে টুর্নামেন্টে এখনো পর্যন্ত তিন ম্যাচ খেলে মোট ১২২ রান করেছেন তিনি। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও আছেন শীর্ষে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved