এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় নানা কর্মসূচী পালিত। শনিবার (০৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। পরে আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। ইউএনও মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, এদিন বিকেলে খানসামা ডিগ্রী কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচে আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ে ২ গোলে পরাজিত করে খানসামা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই দিবসটি উদযাপন করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved