ফরহাদ খান, নড়াইল
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সোমবার (৭ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদ আহমেদ এবং প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অনুষ্ঠানের সমন্বয়ক অ্যাডভোকেট শেখ তরিকুল ইসলাম। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ঢাকার দারুজান্নাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, লক্ষীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুল্লাহ, সিনিয়র শিক্ষক আজ্জাক হোসেনসহ অনেকে। এছাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে শপথ পড়ান অতিথিবৃন্দ। এ সময় সবাইকে প্রতিদিন ভালো কাজের পরামর্শ দেয়া হয়। এদিকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে বক্তব্য রেখে পুরস্কৃত হয়েছে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐহিত্য দাস, ঐশ্বর্য দাস, নুসরাত ইসলাম, লামিয়া জামান, তাসনিয়া জামান ও সামিয়া খানম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved