মো. কামাল হোসেন, হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার হোমনায় বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, সেলাই মেশিন ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ৬ জন দুস্থ নারীকে সেলাই মেশিন ও ২ জনকে দুই হাজার টাকা করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চার হাজার টাকা অনুদান দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -০২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। আলোচনা সভায়া পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের সঞ্চলানায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিনা পারভিন লুনা, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, ওসি মো. জয়নাল আবেদীন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোহেন ফারুক ও ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved