প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০২৩, ১২:০২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে পোশাক রপ্তানি বেড়েছে
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দীর্ঘদিন পর মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম মাসে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, কানাডা এবং যুক্তরাজ্যেও বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি বেড়েছে।
বুধবার (৯ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইপিবির সূত্র মতে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এর আগের বছর ২০২২-২৩ সালের একই সময়ের তুলনায় বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১৭ দশমিক ৪৩ শতাংশ। এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ৬ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৭২৯ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা ২০২২-২৩ সালের জুলাই মাসে ছিল ৬৮৫ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার।২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৪০ শতাংশ বেড়ে ১ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৯৫ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এ সময়ের মধ্যে স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড এবং পোল্যান্ডের মতো কিছু বড় বাজারে রপ্তানি যথাক্রমে ৩৬ দশমিক ৩৫ শতাংশ, ২২ দশমিক ৭১ শতাংশ, ৩৬ দশমিক ৭৫ শতাংশ, ২৩ দশমিক ০৩ শতাংশ এবং ১৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে।একই সময়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য জার্মানিতে রপ্তানিতে ০.৭০ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে এবং রপ্তানি ৫১৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এসময়ে ফিনল্যান্ড, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লিথুনিয়া, মাল্টা, স্লোভাকিয়া এবং স্লোভানিয়াতে রপ্তানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।অপরদিকে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসে যুক্তরাজ্য এবং কানাডায় রপ্তানি যথাক্রমে ৪৭৫ দশমিক ৫৪ মিলিয়ন এবং ১২৮ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৯ দশমিক ৭৮ শতাংশ এবং ১৪ দশমিক ৭৮ শতাংশ।একই সময়ে অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ২৩ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ৬৭৪ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, ভারত এবং দক্ষিণ কোরিয়ায় রপ্তানি যথাক্রমে ৪৯ দশমিক ৯৯ শতাংশ, ৫৫ দশমিক ৭৩ শতাংশ, ২ দশমিক ৬০ শতাংশ এবং ১৯ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved