মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মাছের মধ্যে চিংড়ি মাছ অন্যতম। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমরা সাধারণত গলদা চিংড়ি দেখলেই মালাইকারি চোখে ভাসে। বাঙালিরা চিংড়ির মালাইকারি খেতেই অভ্যস্ত। অন্যরকম চিংড়ির সহজ একটি আইটেম নারকেল দুধে চিংড়ি।
উপকরণ:
চিংড়ি - ছয়টা
পেঁয়াজ বাটা - দুই টেবিল চামচ
রসুন বাটা - এক চা চামচ
হলুদ, মরিচ, ধনে গুড়া - এ চা চামচ করে
জিরা গুড়া - এক চা চামচ
নারকের বাটা - দেড় কাপ
চিনি - এক চা চামচ
সরিষার তেল - আধা কাপ
কাচা মরিচ - ৬-৮টি
প্রণালী:
চিংড়িগুলো লবন ও হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে চিংড়িগুলা মিনিট তিনেক ভেজে উছিয়ে রাখুন। এবার সেই তেলে পেঁয়াজ, রসুন, হলু, মরিচ, ধনে, জিরা, চিনি ও সামান্য লবন দিয়ে ভাল করে কষিয়ে নিন। এরপর নারকেল বাটা ও সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে রান্না করুন। তেল উঠে আসলে চিংড়ি ও কাচা মরিচ দুই বা চার ফালি করে আরো দুই নি মিনিট রান্ন করুন। ব্যাস তৈরি মজাদার নারকেল দুধে চিংড়ি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved