সোহেল সানী। দিনাজপুরে ইজিবাইক-বাসের মুখোমুখি সংঘর্ষে পার্বতীপুরের স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ দুইজন। তাদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকের কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকেল দিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার আদিবাসী পাড়ার মঙ্গল মুর্মু (৬৮) ও তার স্ত্রী মালতি হাসদা (৫০)। আহতরা হলেন ইজিবাইক চালক পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ধনী শাহের ছেলে মহসিন আলী (৩৭) ও নিহতদের নাতি সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ আদিবাসী পাড়ার বিপ্লব হাসদা (১৮)। তাদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায়, ইজি-বাইকযোগে মঙ্গল মুর্মু ও মালতি হাসদা নাতি বিপ্লব হালদারের বাড়ি থেকে পার্বতীপুরের বাস ধরার জন্য শহরের শেরশাহ মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এদিকে, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল বলেন, দিনাজপুর জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত স্বামী-স্ত্রীর পরিবারের সদস্যদের নগদ ২৫ হাজার ও আহত নিহতের নাতীর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved