প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৩, ৭:০০ অপরাহ্ণ
ডোমারে আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময়
রবিউল হক রতন , ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নের ভিত্তি বীজ আলু উৎপাদন খামার সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ আগষ্ট) বিকেলে থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত ডোমার নাট্য সমিতি মিলনায়তনে ডোমার আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে , আলোচনা সভায় নীলফামারী সরকারি কলেজের সাবেক ভিপি নুর আলম ইসলাম,ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মহিউদ্দিন আহমেদ,মির্জাগঞ্জ কলেজের অধ্যক্ষ আনোয়ার হামিদ শাহীন, ০৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ০৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডোমার নাট্য সমিতি মিলনায়তনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, আলহাজ্ব করিমুল ইসলাম, সাংবাদিক মোজাফফর আলী, ডোমার প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, বাংলাদেশ ব্যাংক যুগ্ম ব্যবস্থাপক মফিজুল ইসলাম মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।
আনন্দ বাজার পত্রিকার সম্পাদক মুফদি আহমেদ এর সঞ্চালনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাগন, সুধীসমাজ,গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীগন এবং সাংবাদিকবৃন্দসহ প্রায় ২ শতাধিক মানুষ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমানের কারিগর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সারাদেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় আমাদের ডোমারবাসীর প্রানের দাবি এখানে একটি আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জোর দাবি জানান। তারা আরও বলেন, এই অঞ্চলে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সিকিম, ভারতের সেভেন সিষ্টারসহ শিলিগুড়ি, জলপাইগুড়ি,নেপাল ভুটানের শিক্ষার্থীদের যাতায়াতের দুরত্ব কম হওয়ার তারা সহজেই সেখানে তাদের শিক্ষার মান বজায় রেখে পড়াশোনা করতে পারবে বলে জানিয়েছেন তারা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved