মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২-এ সমতায় ফিরল ভারত। টানা দুই ম্যাচ হারলেও পরের দুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। ফ্লোরিডায় এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছেন শিমরন হেটমায়ার। এ ছাড়া শাই হোপের ব্যাট থেকে এসেছে ৪৫ রান।
আর্শদীপ সিং নেন ৩ উইকেট আর কুলদীপ যাদব ২টি।
জবাবে প্রথম থেকেই হাত খুলে খেলে সফরকারীরা। ক্যারিবিয়ার বোলারদের তোলোধুনা করে হাফ সেঞ্চুরি তুলে নেন জশম্বী জয়সওয়াল ও শুবমান গিল। প্রথম উইকেট জুটিতেই আসে ১৬৫ রান। পরে গিল ফিরলেও ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে ১৮ বল হারে রেখেই দলের জয় নিশ্চিত করেন জয়সওয়াল। ম্যান অব দ্য নির্বাচিত হয়েছেন জশম্বী জয়সওয়াল।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved