মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শেয়ারহোল্ডারদের ৩৮ শতাংশ করে নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার প্রতি ৩ টাকা ৮০ পয়সা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের যার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮০ পয়সা। তাতে কোম্পানির মোট ২২ কোটি ৯৬ লাখ ২৭ হাজার ৭৬০ টাকা মুনাফা হয়েছে। মুনাফার সম্পূর্ণ টাকা কোম্পানির ৬ কোটি ৪ লাখ ২৮ হাজার ৩৫৮টি শেয়ারহোল্ডারদের দেয়া হবে। এর আগে ২০২১ এবং ২০২০ কোম্পানিটি শেয়ারহোল্ডারদের চার টাকা করে লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ ৪০ শতাংশ ঘোষণা করেছিল। তবে তার আগের বছর ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিমা খাতের কোম্পানিটি। পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর। ওই দিন দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানির রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর। বিদায় বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯২ টাকা ৬৮ পয়সা। ২০০৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার আজ রোববার লেনদেন শুরু হয় ৭১ টাকা ৪০ পয়সায়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved