প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৩, ৫:১২ অপরাহ্ণ
উলিপুরে গৃহবধুর গলা কাটা লাশ উদ্ধার
খালেক পারভেজ লালু উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে শোবার ঘর থেকে রোকাইয়া আক্তার রিংকি (১৮) নামের এক গৃহবধুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, রবিবার (১৩ আগস্ট) উপজেলার পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আমিুনল ইসলাম।
জানা গেছে, কয়েকমাস আগে ওই এলাকার রেজাউল করিমের মেয়ে রোকাইয়া আক্তার রিংকির বিয়ে হয়। স্বামী কর্মস্থলে থাকায় বিয়ের পর থেকে রিংকি প্রায় সময় তার বাবার বাড়িতেই থাকতেন। গত শনিবার (১২ আগস্ট) রিংকির বাবা-মা বাড়িতে না থাকায় একায় ঘুমিয়েছিলেন তিনি। সকালে তার সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে গলা কাটা লাশ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ পুলিশের ঊদ্ধর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, একই উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাঝবিল এলাকার এক সেনা সদস্যর সঙ্গে রিংকির বিয়ে হয়। রিংকির স্বামী চাকরির সুবাদে চট্টগ্রামে থাকেন। গত শনিবার রাগ করে মেয়েটির বাবা তার কর্মস্থল লালমনিরহাটের পাটগ্রামে চলে যান। আর মেয়ের নানা বাড়িতে চলে যান তার মা। রাতে তার দাদা-দাদী এবং ছোট ভাই বাড়িতেই মায়ের সঙ্গে ঘুমালেও শনিবার রাতে একাই ঘরে ঘুমিয়ে পড়েন। উলিপুর থানার ওসি (তদন্ত) তামবিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved