প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৩, ১০:২৪ অপরাহ্ণ
দিনাজপুরে একদিনের ব্যবধানে আরেক ডেঙ্গু রোগীর মৃত্যু
মো:আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে একদিনের ব্যবধানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা ফেরত আরেক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর আগে গত শুক্রবার ভোরে রাকিব নামে আরেক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
মাসুদ হাসান (১৮) দিনাজপুর জেলার সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের রফিকুল মাস্টারের ছেলে।
পরিবার সূত্রে জানায় মাসুদ হাসান ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো। জ্বর নিয়ে বাড়ীতে ফেরার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু রোগ ধরা পরে। চিকিৎসকের পরামর্শে তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এর আগে মোহাম্মদ রাকিব নামে ঢাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ৯ আগস্ট দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল মোহাম্মদ রাকিব (১৭) নামে আরেক রোগীকে। আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্হায় হেমোরেজিক ম্যানুফেস্টেশনের কারনে পরদিন ১০ আগষ্ট শুক্রবার ভোরে মারা যান তিনি।
মোহাম্মদ রাকিব (১৭) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দশমাইল গ্রামের রশিদুলের ছেলে।
সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিক জানান, দিনাজপুরে এ পর্যন্ত প্রায় সাড়ে তিনশত ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে তিনশত রোগী সুস্হ হয়ে হাসপাতাল ছেড়েছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ২ জন মারা গেছে। ঢাকা ফেরত ডেঙ্গু আক্রান্ত রোগী মাসুদ রানাকে গত ৯ আগষ্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে আইসিইউ ইউনিটে শক সিনড্রোমে মারা গেছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক প্রচার অভিযান কার্যক্রম চালানো হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved