প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হলেন বাংলাদেশের শারিরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রাকিব হাসান
মুক্তিনিউজ২৪.কম ডেক্স : ৭৩ দেশের প্রতিযোগীদের রীতিমত অবাক করে দিয়ে হোয়াইট হাউস রেকর্ড বুকে নাম অন্তর্ভুক্ত হলো শারিরিক প্রতিবন্ধী শিক্ষার্থী শাহ মুহাম্মদ রাকিব হাসানের। হোয়াইট হাউসে মার্কিন সরকার কর্তৃক আয়োজীত সংসদীয় বিতর্কে অতিতের সকল রেকর্ড ভেঙ্গে টানা ১৪৪টি বিতর্কে জিতে সেরা বিতার্কিক হয়েছেন বাংলাদেশী শিক্ষার্থী শাহ মুহাম্মদ রাকিব হাসান। সে একজন শারিরিক প্রতিবন্ধী। শাহ মুহাম্মদ রাকিব হাসান রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রতিবন্ধিতা কোন বাধা নয়। সফলতা অর্জনে। এটা প্রমান করল রাকিব হাসান।
‘বিশ্বের ভবিষ্যত নেতাদের খোঁজা’ শীর্ষক ‘হোয়াইট হাউজ আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩’ গত ২৭ ফেব্রুয়ারী থেকে ১৪ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মার্কিন সরকার এ অনুষ্ঠানের আয়োজন করে। সংসদীয় এ বিতর্ক প্রতিযোগিতায় এবছর সারা বিশ্বের ৭৩ দেশের ৫৩৪ জন বিতার্কিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। গত ১৭ মার্চ হোয়াইট হাউসে প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়। মার্কিন সরকার প্রতিবছর একটি ব্রিটিশ পার্লামেন্টারি বা এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের আয়োজন করে থাকেন।
টুর্নামেন্টের সেরা বিতার্কিক হয়েছে শাহ মুহাম্মদ রাকিব হাসান (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ)। আগামী মঙ্গলবার (২৮শে মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ওয়াশিংটন হোয়াইট হাউস সাউথ কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিরতণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বিশেষ অতিথি থাকবেন জেফ জায়েন্টস। পারিবারিক সুত্রে জানাযায় রাকিবের পাসপোর্ট না থাকায় স্বশরীরে পুরষ্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারবে না।
পারিবারিক সূত্রে জানাযায় ১৭ বছর বয়সী শাহ মোহাম্মদ রাকিব হাসান রংপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে লেখাপড়া করে। রংপুর শহরের লালকুঠি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে রাকিব। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৮ নং হাবড়া ইউনিয়নের রামরায়পুর গ্রামে রাকিব জন্ম গ্রহন করেছে।তার বাবা শাহ মোঃ আবু সায়েম পেশায় একজন ব্যবসায়ী এবং মা মোছাঃ রোকেয়া বেগম একজন গৃহিণী। রাকিব জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। ছেলের সাফল্যে গর্বিত মা-বাবা রাকিবের জন্য দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা করেছেন।
প্রতিবন্ধিতাকে পিছনে ফেলে রাকিব বিভিন্ন সংঠন, ওপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় সফলতা লাভ করেছিল। জাতীয় যুব পার্লামেট-২০২২ ১ম রানার আপ জাতীয় বিতর্ক-২০১৯ বিজয়ী, বঙ্গবন্ধু জাতীয় মেধা অন্বেষণ ২০২২ রংপুর মহানগর পর্যায় প্রথম (সেরা মধাবী), ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেট নেশনস-২০২৩ ভারবাল মেনশন এওয়ার্ড, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ইউনাইটট নেশনস-২০২৩ ভারবাল মেনশন এওয়ার্ড-২০২২, স্পেশাল মেনশন এওয়ার্ড নটর ডেম কলেজ মডেল ইউনাইটট নেশনস-২০২৩ ভারবাল মেনশন এওয়ার্ড অর্জনের কৃতিত্ব দেখিয়ছে। প্রতিবেদনটির তথ্য উপাত্ত দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন পার্বতীপুরের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসি সিনিয়র সাংবাদিক সাবেদ সাথী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved