(কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূ মৌসুমি খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী রাশেদুল ইসলাম আশেক(২৮) কে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার ১৪ আগষ্ট ভোরে উপজেলার ভাঙামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার একটি বাঁশঝাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রবিবার ১৩ আগষ্ট বিকালে নিহত গৃহবধুর চাচা নাসির আলী বাদী হয়ে ফুলবাড়ী থানায় রাশেদুল সহ তিন জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ নিহত গৃহবধু মৌসুমি খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে। নিহত গৃহবধু মৌসুমি খাতুন (২৫) উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের মনছুর আলীর কন্যা। জানা গেছে, পাঁচ বছর আগে একই ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম আশেকের সাথে প্রেম করে বিয়ে হয় মৌসুমির। বিয়ের সময় জামাইকে এক লক্ষ টাকা যৌতুক দেন মৌসুমির বাবা। কিন্তু আশেক আলী বাবার বাড়ী থেকে আরও টাকা আনার জন্য মৌসুমির উপর প্রায়ই নির্যাতন চালাত। গত ৮ আগষ্ট সকালে আশেক আলী মৌসুমিকে বাবার বাড়ী থেকে টাকা আনার জন্য পুনরায় চাপ দিলে মৌসুমি অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আশেক আলী মৌসুমিকে বেদম মারধোর করে অচেতন অবস্থায় ঘরে আটকে রাখে। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মৌসুমিকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ আগষ্ট রাত ২ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মৌসুমি। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, গ্রেফতারকৃত প্রধান আসামী রাশেদুল ইসলাম আশেক কে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে । অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved