কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জেলা ও উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির সদস্যদেরকে নিয়ে পারস্পারিক শিখন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এসময় সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ত্রাণ বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, জেলা পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. মোদাব্বের হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ডিস্ট্রিক ট্রেনিং অফিসার মামুনুর রশীদ, প্রেসকাবের সভাপতি রাজু মোস্তাফিজ, কর্ডএইড সংস্থার নিউট্রেশন গভর্নেন্স এডভাইজার মনিরুজ্জামান মুকুল, আরডিআরএস সংঘ প্রকল্পের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশরাফুল আলম, সংঘ প্রকল্পের ডিস্ট্রিক কনসালটেন্ট নাজমুল হক প্রমুখ।
কর্ডএইড ও আরডিআরএস বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। ৫ বছর মেয়াদী প্রকল্পের সমাপ্তীকরণ কর্মশালায় আয়োজকরা জানান, আমরা কুড়িগ্রাম জেলার চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর উপজেলায় মা ও শিশুর পুষ্টিমান নিয়ে কাজ করেছি। আমরা পুষ্টি সুশাসন মেকানিজমটি একটিভ করতে পেরেছি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved