মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের বাধা পেরুতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মঙ্গলবার রাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ০-২ গোলে হেরে গেছে শারজা এফসির কাছে। তবে বসুন্ধরার মতো পরিণতি বরণ করতে হয়নি ঢাকা আবাহনীকে। এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ড-টু'র বাধা টপকে প্লে-অফে জায়গা পেয়েছে আবাহনী। বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনী ২-১ গোলে মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়ে প্লে-অফে উঠে গেছে আবাহনী। ভারতের মোহনবাগান ও নেপালের মাচিন্দ্রার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে আগামী ২২ আগস্ট প্লে-অফে খেলবে আবাহনী। ক'দিনের টানা বৃষ্টিতে কর্দমাক্ত ভারী মাঠ সুবিধা করে দিয়েছে আবাহনীকে। লম্বা পাস আর দূরপাল্লার শটে মালদ্বীপের ঈগলসকে শুরু থেকেই চাপে ফেলে দিতে পেরেছে আবাহনী। খেলার ২০ মিনিটের মাথায় আবাহনীকে এগিয়ে দিয়েছেন কর্নিলিয়াস (১-০)। প্রথমার্ধে এগিয়ে যাওয়া আবাহনীকে বড় ঝাঁকুনি দিয়েছে মালদ্বীপের ক্লাবটি দ্বিতীয়ার্ধে। খেলার ৬৩ মিনিটের মাথায় রিজুভান আহমেদের গোল সমতায় ফেরে মালদ্বীপের ক্লাবটি (১-১)। খেলা যখন শেষ বাঁশি বেজে ওঠার অপেক্ষায়, তখন আবাহনীকে স্বস্তির জয় উপহার দিয়েছেন ব্রাজিলীয় ফুটবলার দানিলো। ৮৯ মিনিটের মাথায় মোজাফফরের কর্নার থেকে দানিলোর হেডে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আবাহনী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved