মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দলের প্রেসিডেন্ট প্রার্থী গুলিতে মারা গেছেন। এরপর থেকে নিরাপত্তাহীনতা সৃষ্ট হয়েছে। কিন্তু পিছপা হননি। নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে বুলেটপ্রুফ (গুলি নিরোধক) জ্যাকেট পরে প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি। বলা হচ্ছে, ইকুয়েডরের আন্দ্রিয়া গঞ্জালেজের কথা। ইকুয়েডরের আসন্ন নির্বাচনে ‘মুভিমিয়েন্তো কনস্ট্রুয়ে’ দল থেকে তিনি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। আন্দ্রেয়া গঞ্জালেজ জীবনের নিরাপত্তার ভয়ে ২৪ ঘণ্ট বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। বুধবার (১৬ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির নিউজআওয়ার প্রোগ্রামে এ কথা জানান তিনি। গত ৯ আগস্ট ইকুয়েডরের নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও রাজধানী কুইটোতে একটি প্রচার সমাবেশ শেষে আততায়ী হামলায় নিহত হন। এরপরই ভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করার ঘোষণা দেন ৩৬ বছর বয়সি আন্দ্রেয়া। পেশায় তিনি একজন সাংবাদিক। আন্দ্রেয়া গঞ্জালেজ বলেন, ‘এই ঘটনা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। বন্ধুকে এভাবে হারানোটা আমার জন্য খুবই কষ্টদায়ক। আমি ২৪ ঘণ্টা বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকি।’ ফার্নান্দো ভিলাভিসেনসিও একজন সাংবাদিক ছিলেন এবং ইকুয়েডরের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের ১১ দিন আগে রাজধানীতে নির্বাচনী প্রচারণা সমাবেশ শেষে গাড়িতে উঠার সময় তিনি বন্দুকধারীর হামলায় নিহত হন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved