মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পূর্ব পাকিস্তানের একটি শহরে মুসলিম ও খ্রিস্টান দুই সম্প্রদায়ের মাঝে সহিংসতার জেরে সহশ্রাধিক ব্যক্তি অগ্নিসংযোগে গির্জা পুড়িয়ে ফেলে এবং বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ইয়াসির ভাট্টি একজন ৩১ বছর বয়সী খ্রিস্টান তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তারা জানালা দরজা ভেঙে ফ্রিজ, সোফা, চেয়ার এবং অন্যান্য গৃহস্থালি জিনিসপত্র নিয়ে গির্জার সামনে পুড়িয়ে ফেলার জন্য স্তূপ করে রাখে। তারা বাইবেলও পুড়িয়ে দিয়েছে এবং অপবিত্র করেছে।’ পুলিশ বিবিসিকে জানিয়েছে, খ্রিস্টানদের জিনিসপত্র রাস্তায় টেনে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। দাঙ্গার একদিন পরেও বৃহস্পতিবার ঐতিহাসিক স্যালভেশন আর্মি চার্চটি জ্বলছে। কর্তৃপক্ষ জানিয়েছে,পরিস্থিতি উত্তেজনা থাকায় ধ্বংসস্তূপগুলো কাঁটাতার দিয়ে ঘেরা হয়েছে। জরানওয়ালায় সহিংসতার সূত্রপাত হয়েছিল। দুই খ্রিস্টান ব্যক্তি পবিত্র কুরআনের পাতা ছিঁড়েছে। জরানওয়ালা সহ ফয়সালাবাদ জেলায় জনসমাগমও সাত দিনের জন্য সীমাবদ্ধ করা হয়েছে। পবিত্র কুরআনের পৃষ্ঠাগুলি একটি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে পাওয়া গিয়েছে। ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনের ক্ষতি করার অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি যদিও তাদের বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ আনা হয়েছে, যা পাকিস্তানে মৃত্যুদণ্ডযোগ্য। একজন স্থানীয় কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনকে অপমান করার অভিযোগের পর বুধবার সকালে কর্তৃপক্ষ বিক্ষোভ ও অগ্নিকাণ্ডের ঘটনার কথা জানতে পেরেছে।’ আরএসআইএস-এর গবেষক ইফতেখারুল বিবিসিকে বলেছেন, ‘পাকিস্তানে ধর্ম-নিন্দার শাস্তি মৃত্যুদনণ্ডযোগ্য করার পর থেকে পাকিস্তানে ধর্মভিত্তিক সহিংসতা বেড়েছে। পাকিস্তান সমাজ ক্রমবর্ধমান বিভক্ততার অভিজ্ঞতা অর্জন করেছে। অর্থনৈতিক বৈষম্যকে প্রশস্ত করার দ্বারা চালিত হয়েছে, যার ফলে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে।’ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আমির মীর বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই এলাকায় হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved