মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সাত নবজাতককে হত্যা করার এবং আরও ছয়জনকে হত্যার চেষ্টা অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাজ্যের একটি হাসপাতালের নার্স। ১০ মাস বিচার শেষে শুক্রবার ম্যাঞ্চেস্টার ক্রাউন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাকে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিশু সিরিয়াল কিলারের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুক্রবার লুসি লেটবি নামের ৩৩ বছর বয়সি এই নার্স পাঁচ ছেলে শিশু ও দুই মেয়ে শিশুকে হত্যা এবং আরও কয়েকজন নবজাতককে আক্রমণ করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কাউন্টেস অব চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে কাজ করতেন লুসি লেটবি নামের ৩৩ বছরের ওই নার্স। ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে এসব হত্যাকাণ্ড ঘটেছে। লুসিকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিশু সিরিয়াল কিলার আখ্যা দেওয়া হয়েছে। বিচারের সময় প্রসিকিউটররা জুরিকে বলেছিলেন, লেটবি কয়েকটি শিশুকে ইনজেকশন দিয়ে ইনসুলিন দিয়েছিলেন, অন্যদেরকে ইনজেকশনের মাধ্যমে বাতাস কিংবা বা জোর করে দুধ দিয়ে খাইয়ে হত্যা করেছেন। কখনো কখনো শিশুরা একাধিক হামলার শিকার হয়েছে। লেটবিকে গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে কিছু হাতে লেখা নোট উদ্ধার করেছিল পুলিশ। এসব নোটের কোনোটিতে লেখা ছিল, আমি তাদের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট ভাল নই, তাই আমি তাদের হত্যা করেছি, কেনোটিতে লেখা ছিল, আমি ভয়ঙ্কর খারাপ মানুষ, আমি খারাপ তাই এটা করেছি। লেটবি যাদের আক্রমণ করেছিল তাদের মধ্যে কয়েকজন যমজ ছিল। একটি ক্ষেত্রে সে যমজ ভাইবোনকে হত্যা করেছিল। একটি শিশুকে সে তিনবার হত্যার চেষ্টা করেছিল। চতুর্থবার সে হত্যায় সফল হয়। আগামী সোমবার ম্যানচেস্টার ক্রাউন কোর্টে লেটবিকে সাজা দেয়া হবে। রায়ে তার দীর্ঘদিনের জেল এবং খুব সম্ভবত যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved