হিলি প্রতিনিধি
বাংলাদেশে পেঁয়াজ রফতানিতে ৪০ ভাগ শুল্ক আরোপ করেছে ভারত সরকার। আজ রবিবার (২০ আগস্ট) থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। এতে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও দাম কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আমদানিকারকরা। শনিবার রাতে ভারত সরকারের ডেপুটি সেক্রেটারি অমরিতা তিতুস স্বারিত এক নোটিফিকেশনের মাধ্যমে এই শুল্ক আরোপের বিষয়টি জানানো হয়। রবিবার থেকেই শুরু হয়ে এই শুল্ক আরোপ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আজ রোববার হিলি বাজার ঘুরে দেখা গেছে, গতকাল শনিবার যে ইন্দো খারাপ মানের পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ টাকা আজ সেই পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নাসিক পেঁয়াজ গকতাল শনিবার ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আজ সেই পেঁয়াজ ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক রাতের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ থেকে ১২ টাকা। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান,শনিবার রাত সোয়া ৮ টার দিকে ভারতীয় রফতানিকারকরা একটি নোটিফিকেশন পাঠিয়েছেন। তাতে জানানো হয়েছে, পেঁয়াজ রফতানির েেত্র ভারত সরকার ৪০ ভাগ শুল্ক আরোপ করেছে।এতদিন শুল্কমুক্ত পণ্য হিসেবে রফতানি হলেও আজ রবিবার থেকেই নতুন এই শুল্ক পরিশোধ করে বন্দর দিয়ে পেঁয়াজ রফতানি করতে হবে। নতুন এই শুল্ক আরোপের ফলে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও দাম কিছুটা বাড়তে পারে। পূর্বের এলসি করা পেঁয়াজ গতকাল শনিবার হিলি স্থলবন্দর দিয়ে ৪১টি ট্রাকে এক হাজার ২০৬ টন, আজ রোববার ৭ টি ট্রাকে ২১১ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved