এএফএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা। গত রোববার রাতে ওই টিকিট কালোবাজারি স্টেশনের টিকিট কাউন্টারের সামনে উচ্চমূল্যে টিকিট বিক্রি করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে বিভিন্ন ট্রেনের টিকিট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত সুমন হোসেন (২৫) উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার মৃত- নুর ইসলামের ছেলে। সান্তাহার রেলওয়ের নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর এ নবী বলেন, টিকিট কালোবাজারির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রেলওয়ে থানায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা শাখার সদস্য নাহিদ মোরর্শেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, কালোবাজারি চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, টিকিট উচ্চমুল্যে কালোবাজারিতে বিক্রির সময় তাকে কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোমবার সকালে তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি কে দুপুরে বগুড়া আদালতের প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved