শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরের যানজট নিরসনে অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল থানা প্রশাসন।
সোমবার (২১ আগস্ট) সকালে শ্রীমঙ্গল শহর এলাকায় যানজট মুক্ত রাখতে অভিযানে নামে শ্রীমঙ্গল থানা প্রশাসন।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যত্রতত্র অবৈধ পাকিং ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষে অভিযানে নামে শ্রীমঙ্গল থানা প্রসাশন ও ট্রাফিক বিভাগ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেন সরদার, টিআই মিজান রহমান, অমিতাভ শেখর চৌধুরীসহ পুলিশ সদস্যরা অবৈধ পাকিং এর বিরুদ্ধে সচেতনতামুলক অভিযান চালান।
অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, শ্রীমঙ্গল শহরে যানজটমুক্ত করতে শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাস স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়েছে। যাতে করে স্কুলে আসা শিক্ষার্থীদের কোন ধরনের সমস্যা না হয়। এ সিদ্ধান্ত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আগেই নেওয়া হয়েছিল। সড়কের উপর অবৈধ পাকিং বন্ধ করে যানজট নিরসনে শহরে নিয়মিত অভিযান চালানো হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved