প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৩, ১০:৩৩ অপরাহ্ণ
পীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৩ করাতকলের জরিমানা
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরেরর পীরগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ টি অবৈধ ছ'মিলে ১০ হাজার টাকা করে জরিমানা আদায়ের পর বন্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান। গতকাল সোমবার সন্ধ্যায় এ অভিযান হয়। মদনখালী ইউনিয়নের ঠাকুরদাশ লক্ষীপুরে রাশেদুল আলম লিখন, মো: হারন অর রশিদ, মো: আবুল কাশেমের স মিলে অভিযান পরিচালনা করে লাইসেন্স না পাওয়ায় এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবা হাসান জানান করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ ও মোবাইল কোর্ট আইন, ২০০৯ মোতাবেক ৩ টি স' মিলে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা আদায় করা হয়েছে। স' মিল ৩ টির লাইসেন্স না থাকায় ওই অর্থদণ্ড করা হয়।
এলাকাবাসী জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে লিখিত গণ অভিযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার ওই মোবাইল কোর্ট পরিচালনা করেন বলে জানা যায়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved