মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও ইসরায়েলে চলতি বছরের প্রায় সাত মাসে ২০০ জনের বেশি ফিলিস্তিনি ও ৩০ জন ইসরায়েলি নিহত হয়েছে। সোমবার মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড নিরাপত্তা পরিষদকে এ তথ্য জানান। তিনি বলেন, এই সহিংসতা গত বছরের মৃত্যুর সংখ্যাকে ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। এটি ২০০৫ সালের পর সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি। জাতিসংঘের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত বলেন, ফিলিস্তিনিদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে হতাশা বেড়েছে। স্বাধীন রাষ্ট্র অর্জনে ব্যর্থতার কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। ফিলিস্তিনি ও ইসরায়েলিরা প্রায় প্রতিদিনই সহিংসতায় নিহত ও আহত হচ্ছে। ইসরায়েল ও ফিলিস্তিন চলমান পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। ওয়েনেসল্যান্ড বলেন, একতরফা পদক্ষেপ শত্রুতা বাড়াবে। অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলা, ফিলিস্তিনি প্রশাসনিক ও পুলিশ নিয়ন্ত্রিত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে কারণেই দিনদিন সহিংসতা বেড়ে চলেছে। নিরাপত্তা পরিষদের সোমবারের বৈঠকের চেয়ার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ক্রমবর্ধমান সহিংসতা কমিয়ে আনতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র দুই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সংঘাত অবসানের পক্ষে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved