মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৬ জন। নিতদের মধ্যে ১৫ জনই মেক্সিকান নাগরিক। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলের বাসটি মেক্সিকোর মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তাসংস্থা রয়টার্স। মিক্সিকোন আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউটের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৫২ জন যাত্রী ছিল। এর মধ্যে ভেনেজুয়েলার নাগরিক ছিলেন ১০ জন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এ ঘটনায় বিবৃতি দিয়েছে আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউট। বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে নয়জন ভেনিজুয়েলার নাগরিক এবং তাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের মরদেহ ভেনিজুয়েলায় ফিরত পাঠানোর জন্য সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। এ ছাড়া পৃথক এক বিবৃতিতে মেক্সিকোর পুয়েবলা প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, একটি ট্রেলারের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে বাসটির ৩৬ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর আগে গত এপ্রিলে পশ্চিম মেক্সিকোতে একটি বাস পাহাড় থেকে ছিটকে পড়ে ১৮ জন মারা গিয়েছিল। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ অভিবাসী নিহত হন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved