মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ থেকে রাশিয়ার জেনারেল সের্গেই সুরোভিকিনকে বরখাস্ত করা হয়েছে। এক সময় ইউক্রেন যুদ্ধের কমান্ডার ছিলেন জেনারেল সুরোভিকিন। তবে জুনে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর বিদ্রোহের পর জেনারেলকে জনসম্মুখে দেখা যায়নি। মঙ্গলবার এ বিষয়টি দাবি করেছেন বিশিষ্ট এক রুশ সাংবাদিকতবে মস্কো রেডিও স্টেশনের সাবেক কর্মী আলেক্সি ভেনেডিক্টভের এ দাবির আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি। ভেনেডিক্টভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, সুরোভিকিনকে সরকারি ডিক্রির মাধ্যমে অপসারণ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। পরে রুশ মিডিয়া আউটলেট আরবিসি নিজস্ব সূত্রের বরাতে একই দাবি করে। আরবিসি জানায়, আর্মি জেনারেল সের্গেই সুরোভিকিনকে অন্য চাকরিতে স্থানান্তরিত করার জন্য তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সুরভিকিন বর্তমানে স্বল্পমেয়াদী ছুটিতে আছেন। প্রসঙ্গত, যুদ্ধক্ষেত্রে নির্মমতার জন্য জেনারেল সুরোভিকিনকে ‘জেনারেল আর্মাগেডন’ নামে সম্বোধন করত রুশ মিডিয়া। তিনি চেচনিয়া এবং সিরিয়ায় রুশ বাহিনী পরিচালনায় সফলতা দেখিয়েছিলেন। গত বছরের শেষের দিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ইউক্রেন অভিযানের ডেপুটি কমান্ডার হিসেবে নিয়োগ দেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved