মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচে জয়হীন রয়েছে আল নাসর। লিগে জয়হীন থাকলেও সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলিকে প্লে অফ পর্বে ৪-২ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে পা রাখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। মঙ্গলবার (২২ আগস্ট) সৌদি আরবের আল আওয়াল পার্কে শেষ ৯ মিনিটের ঝড়ে শাবাব আল আহলিকে উড়িয়ে দিয়ে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে আল নাসর। ব্রাজিলিয়ান স্ট্রাইকার তালিসকা জোড়া গোল করেন। আর এ জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের মূল পর্বেও পৌঁছে গেল আল নাসর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ আসর মাতানো রোনালদো এবার মাত করবেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে দলে ভেড়ানোর পর রাতারাতি বদলে গেছে সৌদি ক্লাব আল নাসরের ব্রান্ড ভেল্যু। প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা দলকে এনে দিয়েছেন সিআরসেভেন। এবার দলেকে এফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে বদ্ধ পরিকর রোনালদো। রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। ব্রাজিলিয়ান স্ট্রাইকার তলিসকার গোলে লিড নেয় সৌদির ক্লাবটি। তবে তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রোনালদোরা। ১৮ মিনিটে শাবাবকে সমতায় ফেরান আল ঘাসানি। সমতায় থেকে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে ফিরেই আবারও গোল করেন ঘাসানি। ৪৬ মিনিটে দ্বিতীয় গোল করে এগিয়ে দেন শাবাব আল আহলিকে। নির্ধারিত সময়ের ঠিক আগ মুহূর্তে ৮৮ মিনিটে নাসরকে সমতায় ফেরান সৌদির ডিফেন্ডার সুলতান আল ঘানাম। অতিরিক্ত সময়ে সফরকারীদের লন্ডভন্ড করে দেয় স্বাগতিক দেশের ক্লাবটি। ৯৫ ও ৯৭ মিনিটে দুই গোল করে আল নাসরকে এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে নিয়ে যায় তলিসকা এবং ক্রোয়াট মিডফিল্ডার মার্সেলো ব্রজোভিচ। এদিন কোন গোল না পেলেও শেষ মুহূর্তে একটি অ্যাসিস্ট করেন সিআর সেভেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved