মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এএফসি কাপের প্লে-অফে ভারতের ঐতিহ্যবাহী মোহনবাগানের বিপক্ষে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। ফলে এএফসি কাপের মূল পর্বে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বসুন্ধরা কিংসই থাকছে। এছাড়া এএফসি কাপে দক্ষিণ এশিয়ান গ্রুপের চূড়ান্ত পর্বে খেলবে ভারতের পাঞ্জাব এফসি, মালদ্বীপের মাজিয়া, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও প্লে-অফ জয়ী মোহনবাগান। মঙ্গলবার (২২ আগস্ট) কলকাতার সল্টলেক বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়ামে এএফসি কাপের প্লে-অফে ভারতের মোহন বাগানের কাছে ৩-১ গোলে হেরে গেছে বাংলাদেশের আবাহনী লিমিটেড। মোহনবাগানের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে আক্রমনে ওঠেন আবাহনীর কর্নেলিয়াস স্টুয়ার্ট। তবে এ যাত্রায় তার প্রচেষ্টা রুখে দেন মোহনবাগান গোলকিপার। ম্যাচের ১৭ মিনিটে ঠিকই স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দেন কর্নেলিয়াস। নাইজেরিয়ান স্ট্রাইকার ডেভিড ইফেগুয়ের শট ফিরাতে পারলেও কর্নেলিয়াসের শট আটকাতে পারেনি মোহনবাগান গোলকিপার। এক গোলে পিছিয়ে থাকে একের পর এক আক্রমণে আবাহনীর রক্ষণভাগে ঝড় তোলে মোহনবাগান। ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড জ্যাসন কামিন্স সমতায় ফেরান স্বাগতিকদের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ মিস করে আবাহনীর মিশরীয় ডিফেন্ডার ইউসুফ মোহাম্মদ।
বিরতি থেকে ফিরে ৫৭তম মিনিটে সোলেমানির আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে আবাহনী। ৫৯ মিনিটে কোলাসোর পাস শহীদুল আলম সোহেলকে বোকা বানিয়ে গোল করেন আলবেনিয়ান ফরোয়ার্ড আরমান্দো সাদিকু। পরবর্তী সময়ে কোনো দল আর গোল করতে পারেনি। ফলে ৩-১ ব্যবধানের জয়ে এএফসি কাপের মূলপর্বে জায়গা করে নেয় কলকাতার দলটি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved