মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার পিঠের ব্যথার সমস্যাটা পুরনো। সম্প্রতি সেই সমস্যা আবার মাথাচাড়া দিয়ে ওঠায় বাধ্য হয়ে অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে তাকে। আর এতেই কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ম্যানসিটি কোচ। গার্দিওলার অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ম্যানসিটি। জানা গেছে, গার্দিওলা ইংল্যান্ডে অপারেশন করাননি। অস্ত্রোপচারের জন্য তিনি গিয়েছেন বার্সেলোনায়। সেখানেই তার অস্ত্রোপচার করিয়েছেন বার্সেলোনার চিকিৎসক মিরেইয়া ইলুয়েকা। সিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গার্দিওলার অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি এখন সেরে উঠছেন এবং বার্সেলোনাতে পুনর্বাসনে আছেন। বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে আরো বলা হয়, ‘ম্যানচেস্টার সিটির সবাই পেপের দ্রুত আরোগ্য কামনা করছে এবং শিগগিরই তাকে ম্যানচেস্টারে দেখার জন্য মুখিয়ে আছে।’ গার্দিওলার পুনর্বাসন চলাকালে ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। ২৭ আগস্ট সিটির প্রতিপক্ষ শেফিল্ড এবং ২ সেপ্টেম্বর ফুলহামের বিপক্ষে মাঠে নামবেন আরলিং হালান্ডরা। এই দুই ম্যাচে কোচকে পাচ্ছে না সিটি। গার্দিওলার পরিবর্তে এই দুই ম্যাচে প্রধান কোচের দায়িত্বে থাকবেন সহকারী কোচ জুয়ানমা লিলো। এর আগেও প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন লিলো। আগামী ১৬ সেপ্টেম্বর ট্রেবলজয়ী কোচকে সিটিজেনদের ডাগআউটে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved