মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাজীপুরে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে একটি বাসা থেকে ইয়াবা ও হেরোইন জব্দ করা হয়েছে। অভিযানে ২০ হাজার ইয়াবা বড়ি ও ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ভাবি ও দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণবয়ড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে মানিক হোসেন (২৭) ও তার ভাবি সুমাইয়া রহমান ওরফে স্বর্ণা (২৪)। ঘটনার পর থেকে মানিকের বড় ভাই আলিফ হোসেন পলাতক। তারা সফিপুর এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে কয়েক মাস ধরে বসবাস করছিলেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, দুপুরে সফিপুর এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যায় তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এসময় ১১ তলা একটি ভবনে অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পান তারা। পরে পুলিশসহ ওই ভবনটিতে অভিযানে যান। এ সময় ইয়াবা কারবারি পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ও তাদের বিরুদ্ধে অভিযানে এসেছে পুলিশ এমন কথা ভেবে বারান্দা দিয়ে বিল্ডিংয়ের পেছনে একটি ব্যাগ নীচে ফেলে দেয়। কৌতূহলবশত পুলিশ ওই ব্যাগ দেখতে গিয়ে তিন হাজার ইয়াবা উদ্ধার করে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে ওই ফ্ল্যাটের ভেতরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী মানিক হোসেন ও তার ভাবি সুমাইয়া রহমান ওরফে স্বর্ণাকে আটক করে পুলিশ। কালিয়াকৈর উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ জানান, আপন টাওয়ারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন তারা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ ইয়াবা ফেলে দেন মাদক কারবারিরা। পরে পুলিশের সহযোগিতায় মাদক উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, আটক দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তাদের দেয়া তথ্যের ভিত্তিতে, সন্ধ্যার দিকে তাদের ফ্লাটে আবার তল্লাশি চালায় পুলিশ। তখন বাসার এসির ভেতর থেকে আরও ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved