মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :ঢাকা সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আগামী ৭ সেপ্টেম্বর তিনি দুই দিনের সফর শুরু করবেন। ৮ সেপ্টেম্বর ঢাকা ত্যাগের আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গেও একটি আনুষ্ঠানিক বৈঠক করবেন ল্যাভরভ। ঢাকা সফর শেষ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যাবেন ভারতের নয়াদিল্লিতে। সেখানে তিনি জি-২০ সম্মেলনে যোগ দেবেন।কূটনৈতিক সূত্র জানায়, আগামী নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের ভূমিকার মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর ভিন্ন মাত্রা যোগ করতে পারে। এ ছাড়া ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন চাপের মধ্যে ল্যাভরভের বাংলাদেশ সফরের আলাদা গুরুত্ব আছে। বাংলাদেশ সফরে ল্যাভরভের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সফরকালে তাঁর সঙ্গে জাতিসংঘে রাশিয়াকে সমর্থন করাসহ বৈশ্বিক ভূ-রাজনৈতিক ইস্যু নিয়েও আলোচনা হতে পারে বলেও জানা গেছে।এর আগে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফরের কথা ছিল ল্যাভরভের। পরে ওই সফর বাতিল হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের মতে, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা বিশাল। এক্ষেত্রে সফর হওয়াটা খুবই স্বাভাবিক। যদি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও আসেন সেটাকেও স্বাভাবিক বলে মনে করি আমি। বাংলাদেশ যেহেতু একটা কাঠামো তৈরি করেছে এখানে একাধিক দেশ আসবে, এটাই স্বাভাবিক। এটাকে চাপ হিসেবে বা নিজের দলে টানার ব্যাপার নয়। কারণ সব দেশের একটা স্বার্থ রক্ষা করার বিষয় থাকবে। বাংলাদেশ স্বাভাবিকভাবেই চাইবে সবার সঙ্গে বন্ধুত্ব করে যেন লাভবান হতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যদি এখানে আসে এটাকে ইতিবাচক হিসেবে দেখতে হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved