ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন এর বাগেরহাটের ফকিরহাট শাখার আয়োজনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে একদিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) বেলা ১১টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপি এ ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আছাদুর রহমান। বিশেষ আলোচক ছিলেন গার্ল গাইডস্ এসোসিয়েশন জেলা কমিশনার মোসা: ফারহানা আক্তার। এতে সভাপতিত্ব করেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের ফকিরহাটের স্থানীয় কমিশনার ছায়া রানী দাস। ট্রেইনার হিসে উপস্থিত ছিলেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের খুলনা অঞ্চলের আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলশান আরা সহ অন্যান্যরা।
সহকারী শিক্ষক শেখ সুমন হোসেনের সঞ্চালনায় এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা, গার্ল গাইডস্ এসোসিয়েশনের ফকিরহাট শাখার সেক্রেটারী বিধিলিপি, কোষাধ্যক্ষ শিউলী রানী কুন্ড সহ অন্যান্য সদস্য ও বিভিন্ন শিক্ষকমন্ডলী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved