সমাবেশে নতুন শিক্ষাক্রম সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শংকর কুমার পাঠকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সজল বিশ্বাস, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সাজ্জাদ হোসেন, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল কুমার, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক গোলক বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, সহকারী শিক্ষক তাপস পাঠক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনন্দ কুমার ধর, সাবেক সদস্য কৃষ্ণপদ সেন, প্রেমচাঁদ বিশ্বাস, অভিভাবক সুমন্ত অধিকারীসহ অনেকে।
বক্তারা, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষাক্রম সম্পর্কে আলোচনা করেন। এছাড়া ভালো ছাত্রছাত্রী গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয়ের কথা বলেন। #
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved